Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

সদর, ঝিনাইদহ

সেবাপ্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্পন্ন প্রানিজ আমিষ নিশ্চিতকরণ ও প্রাণিসম্পদের উন্নয়ন

মিশনঃ প্রাণিসাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

 

সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

 

গবাদি পশুর চিকিৎসা প্রদান

১। কৃষক/খামারী/গবাদিপশুর মালিকগণ অসুস্থ গবাদিপশুকে পশু হাসপাতালে নিয়ে আসেন এবং রেজিষ্ট্রেশন করেন ও চিকিতসার জন্য আবেদন করেন।

২। অতঃপর পশুহাসপারিততালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্নয় করার পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সহ ঔষধ প্রদান করা হয়ে থাকে।

মৌখিক আবেদন, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পশু হাসপাতাল ।

ফ্রি/ সরকার নির্ধারিত মূল্যে(অফিস সময়ের পর) ।

সকাল ৯ টা হতে বিকাল ৫টা

ভেটেরিনারি সার্জন ।

২।

গবাদিপশুর কৃত্রিম প্রজনন

১। গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসবেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানাবে ।

২ । খামারী/পশুর মালিকগণ গাভী গরম হওয়ার ৮-১০ ঘন্টা পর প্রজনন কেন্দ্রে নিয়ে আসে ।

৩ । কৃত্রিম প্রজনন কেন্দ্রে রেজিস্টারভূক্ত করনের পর উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় । তারপর সরকারী রশিদের মাধ্যমে ফি আদায়ের পর নিয়ম অনুযায়ী কৃত্রিম প্রজনন করানো হয় এবং রশিদ প্রদান করা হয় ।

মৌখিক আবেদন/লিখিত আবেদন, উপজেলা, জেলা এবং ইউনিয়ন কল্যান কেন্দ্র ।

১ম প্রজনন তরল সিমেন ১৫ টাকা হিমায়িত সিমেন ৩০ টাকা অধিদপ্তর বহিঃর্ভুত সংস্থাসমুহের জন্য তরল সিমেন ১৫/= গভীর হিমায়িত সিমেন ৪০/= আসবাবপত্র মালামাল ক্রয় মূল্যে

গাভী গরম হওয়ার পর ১০-২০ ঘন্টার মধ্যে

মাঠ সহকারী (কৃত্রিম প্রজনন)

৩ ।

গবাদিপশুর টীকাদান

১ । গবাদিপশুর মালিকগণ তাদের গবাদিপশু সমূহ টীকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং টীকা দেয়ার জন্য আবেদন জানাবেন । টীকা প্রদানকারী কর্তৃপক্ষ টীকা প্রদানের জন্য টিকা প্রস্তত করবেন এবং ফি আদায় করবেন । ফি আদায়ের পর টীকা প্রদান করবেন এবং পশুর মালিক পশু বাড়ীতে নিয়ে যাবেন । নিয়মিতভাবে এলাকার চাহিদা অনুযায়ী নিবির টীকাদান কর্মসূচী পরিচালনা করা হয়ে থাকে ।

২ । কমপক্ষে ১৫ দিন অন্তর একটি রোগের টীকা দিতে হয় ।

৩ । হটাত কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে জরুরী ভিত্তিতে ঐ রোগের টীকা প্রদান করা হয় ।

৪ । নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট রোগের টীকা প্রদান করা হয় ।

মৌখিক আবেদন/লিখিত আবেদন, উপজেলা, জেলা এবং ইউনিয়ন কল্যান কেন্দ্র ।

তড়কা ০.৫০ টাকা/মাত্রা

ক্ষুরা রোগ ০৬টাকা/মাত্রা

(বাই)

ক্ষুরা রোগ ১০ টাকা/মাত্রা

(ট্রাই)

১.৫টাকা/মাত্রা

টিকা প্রাপ্তি সাপেক্ষে ২ দিন হতে ৭ দিন

ই্‌উ,এল,এ/ভি,এফ,এ

৪ ।

হাঁস- মুরগীরটিকাদান

১। গবাদি প্রানির মালিক নির্দিষ্ট স্থানে হাঁস –মুরগী জমা করবে এবং টিকা প্রদানের জন্য আবেদন করবে । টিকা গুলানোর পর মুল্য আদায়ের পর টিকা দান করবে । প্রতি সপ্তাহে বৃহস্পতিবার  ১ দিন উপজেলা প্রাণি হাসপাতালে হাস-মুরগী টিকা প্রদান করা হয় ।

২ । ইউনিয়ন পশুপাখি কল্যান কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী টিকা প্রদান করা হয়ে থাকে ।

৩ । সেবাকর্মীর মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে ।

৪ । সরকারী/বেসরকারী খামারসমূহে রুটিন মাফিক টিকা প্রদান করা হয় ।

মৌখিক আবেদন/লিখিত আবেদন, উপজেলা, জেলা এবং ইউনিয়ন কল্যান কেন্দ্র ।

বাচ্চারানীক্ষেত – ০.১৫ টাকা/মাত্রা

বড়রানীক্ষেত -০.১৫ টাকা/মাত্রা

ফাউলকলেরা-০.৩০ টাকা/মাত্রা

ফাউলপক্স -০.২০ টাকা/ মাত্রা

ডাকপ্লেগ – ০.৩০ টাকা/মাত্রা

(তালিকা সংযুক্ত)

১-৭ দিন

ইউ,এল,এ /ভি,এফ,এ

৫ ।

কৃষক/খামারী প্রশিক্ষন

১ । প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পরভি, এফ, এ/ইউ, এল, এ এবং ইউ, পিমেম্বার সমন্বয়ে তালিকা প্রনয়ন করার পর ইউ,পি/পৌরসভা এবং উপজেলা পরিষদ সভায় তালিকা অনুমোদনের পর প্রশিক্ষনের দিন, তারিখ এবং সময় নির্ধারন করা হয় এবং সংশ্লিষ্টদের অবহিত করা হয়

২ । প্রয়োজন অনুযায়ী অতিথি বক্তা নির্বাচন করা হয় ।

৩ । নির্দিষ্ট সময় প্রশিক্ষন দেওয়ার পর প্রশিক্ষন সমাপ্ত করা হয় ।

লিখিত আবেদন, উপজেলা প্রাণিসম্পদ অফিস ।

বিনামূল্যে

১-৩ দিন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

৬ ।

ক্ষুদ্র ঋন বিতরণ

১ । প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সরকারি নিয়ম মোতাবেক জন প্রতি হারে ঋন প্রদান করা হয় ।

২ । ক্ষুদ্রঋন উপজেলা অফিস থেকে এবং বৃহদাকার ঋন ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় । খামারিগণ ঋন পাওয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বরাবর আবেদন করবে । উপজেলা ঋন্দান কমিটি কর্তৃক বাছাই করার পর ক্ষুদ্রঋন প্রদান করা হয় ।

লিখিত আবেদন, উপজেলা প্রাণিসম্পদ অফিস ।

৪% সুদ,৩% সার্ভিসচার্জমোট ৭%

১৫ দিন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

৭ ।

দূর্যোগ কালীন সময়ে জরূরী  সেবা প্রদান

দূর্যোগ কালীন সময়ে জরূরী  সেবা প্রদানের জন্য অগ্রাধীকার তালিকা তৈরী করা । আক্রান্ত এলাকার চাহিদা মোতাবেক এবং সেবা পণ্য প্রাপ্তি সাপেক্ষে নির্দিষ্ট এলাকায় সেবা প্রদান করা হয়য় । প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগীতায় অধিদপ্তরের জরূরী সেবা প্রদান করা হয় ।

তালিকা, উপজেলা প্রাণিসম্পদ অফিস ।

প্রাপ্তি সাপেক্ষে ১-৭ দিন

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা 

৮ ।

উন্নত প্রযুক্তি জনসাধারণের মাঝে বিতরণ

উন্নত প্রযুক্তি জনসাধারণের মাঝে হস্তান্তরের জন্য কৃষক/খামারীদেরকে নিয়ে সভা/প্রশিক্ষণের আয়োজন করা হয় এর মাধ্যমে প্রযুক্তির/বিবরণীজনসাধারণের মাঝে হস্তান্তর করা হয় ।

প্রযুক্তি ডকুমেন্ট, উপজেলা প্রাণিসম্পদ অফিস

৬-১২ মাস

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা 

৯ ।

জনসাধারনের অভিযোগ গ্রহন ও নিস্পত্তিকরণ

যে সমস্ত সেবা জনগণকে সরাসরি দেওয়া যায় না/ জনগণ পায় না, সে বিষয়ে জনগণের নিকট থেকে অভিযোগ শোনার পর ব্যবস্থা গ্রহন করা হয় ।

প্রাণিসম্পদ দপ্তর

 

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা 

১০ ।

উন্নত জাতের ঘাসের চারা/বীজ বিতরণ

নির্দিষ্ট এলাকায় ঘাস চাষের জন্য নির্দিষ্ট এলাকার কৃষক নির্বাচন করা হয়। কৃষিকদের যথানিয়মে প্রশিক্ষন প্রদান করা হয় । প্রশিক্ষণের পর বীজ/চারা বিতরণ করা হয় । বীজ/চারা বিতরণের পর ঘাসের প্লট পরিদর্শন করা হয় ।

লিখিত/মৌখিক আবেদন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র , উপজেলা প্রাণিসম্পদ অফিস ।

১ দিন

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা 

 

সেবা প্রদানকারীঃ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সদর, ঝিনাইদহ । টেলিফোনঃ ০৪৫১-৬২৫৭৫

যথাসময়ে সেবা না পাওয়া গেলে যার সহায়তা চাইবেনঃ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঝিনাইদহ ।টেলিফোনঃ ০৪৫১-৬২৫৯৭ ।Anchor